জামিয়া কাসেমুল উলুম

কাজিরহাট মাদ্রাসা

কওমি মাদ্রাসা সঠিক সম্ভাবনা ও প্রদীপ্ত আশার আলো, পৃথিবীর বুকে যুগ পরম্পরায় যে সকল শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেগুলোর মাঝে অন্যতম এবং সর্বোত্তম হলো কওমি মাদ্রাসা।যার নির্মাতা এবং প্রতিষ্ঠাতা হলেন আল্লাহ রব্বুল আলামীনের পক্ষ থেকে প্রেরিত মানতার মহান অগ্রদূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

হেফজখানার একাংশ
demo-attachment-54-Path-1630
বিভাগ সমূহ

বর্তমানে জামিয়াতে ৩টি বিভাগ আছে। কওমি মাদ্রাসা জাতিকে শুধু স্বাধীনতাই উপহার দেয়নি বরং প্রতিবছর উপহার দেয় স্বার্থত্যাগী একদল কর্মামিস্ট।যারা প্রিয় মাতৃভূমিকে সাম্রাজ্যবাদী আগ্রাসী শক্তির আগ্রাসন থেকে রক্ষার দায়িত্ব পালন করে যাচ্ছেন। যারা স্বাধীনতার সর্বভৌমত্ত রক্ষার অতন্ত্র প্রহরীর দায়িত্ব পালন করে যাচ্ছেন প্রতিনিয়ত।

nurani

নূরানী বিভাগ

বাংলাদেশের শ্রেষ্ট নূরানী কারিকুলামের অধীনে পরিচালিত নূরানী বিভাগ।

হিফজ বিভাগ

স্বনামধন্য হাফেজ শিক্ষকদের মাধ্যমে সর্বোত্তম পদ্ধতিতে কুরআন হিফজ করানো হয়।

কিতাব বিভাগ

স্বনামধন্য ও মেধাবী শিক্ষকমণ্ডলির মাধ্যমে সর্বোক্ষনিক নজদারিতে রেখে পাঠদান করা হয়।

মাদরাসা পরিচিতি

আল-জামি’আতুল আরাবিয়া কাছেমুল উলূম কাজিরহাট মাদরাসা: ইতিহাস-ঐতিহ্য ও অবদান

প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের উত্তরে অবস্থিত ঐতিহাসিক পটভূমি মীরসরাই উপজেলা। এ উপজেলা বহু ইতিহাস, ঐতিহ্য ও বিপ্লব-অনুবিপ্লবের স্মৃতিধারক। প্রাকৃতিকভাবে এ উপজেলার চারপাশে রয়েছে বিস্তৃত সবুজের সমাহার। যার পশ্চিমে বঙ্গপসাগর এবং পূর্বে রয়েছে উঁচু-উঁচু পাহাড়সারি যা আবহমান বাংলার বনেদী প্রকৃতির জীবন্ত স্মারক। অন্যত্র রয়েছে সমুদ্রস্নাত সবুজ ক্ষেতের সমতল ভূমি। এ ছাড়াও রয়েছে অর্থনৈতিক গুরুত্ব ও ধর্মীয় ঐতিহ্যে তার বিশেষ মর্যাদা ও অবস্থান। উল্লেখ্য, অত্র এলাকায় একজন বিশিষ্ট গুণী, দানবীর ও সর্বজনপ্রিয় ব্যাক্তি ছিলেন। নাম তার—মীর সাহেব এবং এখানেই তার একটি সরাইখানা ছিল। সেটি মীর সাহেবের সরাইখানা হিসেবে সবার কাছে পরিচিত ছিলো। সেদিকে লক্ষ্য করে এই এলাকার নাম রাখা হয়েছিলো মীরসরাই। এমনি বহু ইতিহাস-ঐতিহ্যে ঘেরা মনোহারী প্রাকৃতিক লীলাভূমির মাঝে দাঁড়িয়ে আছে আমাদের প্রাণপ্রিয় বিদ্যাপীঠ আল-জামি'আতুল আরাবিয়া কাছেমুল উলূম কাজিরহাট মাদরাসা।

لله الحمد كلّه ولله الشكر كلّه ولله الثناء كلّه ولله الخلق كلّه ولله التسبيحات كلّها ولله الاحسانات كلّها ولله الامتنانات كلّها إنّ الله حيّ لا يموت و إنّ الله قيّوم لا ينام وهو خالق كل شيء و قبل كلّ شيء و هو فوق كلّ شيء ولله الاسماء الحسنىٰ والصّلاة والسلام على الانبياء كلّهم لا سيّما على سيّد الأنبياء وسيّد المرسلين خاتم النّبيّين سيّدنا ومولانا و قرّة عيوننا وحبيب قلوبنا محمد ابن عبد الله ابن عبد المطّلب الهاشمي المكي المدني وعلى اٰله الطيّبين واصحابه الطاهرين و من تبعهم بإحسان إلى يوم الدين، اما بعد! فان أصدق الحديث كتاب الله و أحسن السنّه سنّة محمد بن عبد الله (ﷺ) فقد قال الله تبارك وتعالىٰ بعد أعوذ بالله من الشيطان الرجيم: "فلو لا نفر من كلّ فرقة منهم طائفة ليتفقّهوا في الدين"الخ، وقال عليه أفضل الصلاة والتسليم: "خيركم من تعلم القران وعلمه"، وقال ايضا: "طلب العلم فريضة على كل مسلم" فللعلم فضيلة عظيمة وكرسي كريمة عند الله وعند الناس، عند الخاص وعند العام، عند الصغير وعند الكبير، عند الكافر وعند المسلم، كما قال الله تبارك وتعالى: "يرفع الله الذين امنوا والذين اوتوا العلم درجات"، وقال عليه السلام : "فضل العالم على العابد كفضلي على ادناكم"، وقال عليه السلام: "من يرد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يعطيه" وقال عليه السلام: "العلماء ورثه الانبياء"، ولله در القائل : ▫️رضينا قسمة الجبار فينا ❀
আল্লামা আশরাফ আলী নিজামপুরী
মুহতামিম/পরিচালক
পরিচালকের বানী

আল-জামি’আতুল আরাবিয়া কাছেমুল উলূম কাজিরহাট মাদরাসা: ইতিহাস-ঐতিহ্য ও অবদান

প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের উত্তরে অবস্থিত ঐতিহাসিক পটভূমি মীরসরাই উপজেলা। এ উপজেলা বহু ইতিহাস, ঐতিহ্য ও বিপ্লব-অনুবিপ্লবের স্মৃতিধারক। প্রাকৃতিকভাবে এ উপজেলার চারপাশে রয়েছে বিস্তৃত সবুজের সমাহার। যার পশ্চিমে বঙ্গপসাগর এবং পূর্বে রয়েছে উঁচু-উঁচু পাহাড়সারি যা আবহমান বাংলার বনেদী প্রকৃতির জীবন্ত স্মারক। অন্যত্র রয়েছে সমুদ্রস্নাত সবুজ ক্ষেতের সমতল ভূমি। এ ছাড়াও রয়েছে অর্থনৈতিক গুরুত্ব ও ধর্মীয় ঐতিহ্যে তার বিশেষ মর্যাদা ও অবস্থান। উল্লেখ্য, অত্র এলাকায় একজন বিশিষ্ট গুণী, দানবীর ও সর্বজনপ্রিয় ব্যাক্তি ছিলেন। নাম তার—মীর সাহেব এবং এখানেই তার একটি সরাইখানা ছিল। সেটি মীর সাহেবের সরাইখানা হিসেবে সবার কাছে পরিচিত ছিলো।

প্রবন্ধ প্রকাশনা
Hifz Bivag

আল জামিয়াতুল আরাবিয়া কাসেমুল উলুম কাজিরহাট মাদ্রাসা ও এতিমখান মাদ্রাসা পরিচিতি

চট্টগ্রাম জেলার মীরসরাই থানার শ্রদ্ধেয় আলেমে দ্বীন ওলিয়ে কামেল হযরত মাওলানা জালাল উদ্দিন আহমদ রাহমাতুল্লাহি আলাইহি এর পূর্ণ এখলাছে প্রতিষ্টিত আল জামিয়াতুল . ...

Hathazari-Madrasa

“কওমি মাদ্রাসা কি ও কেন” কওমি শিক্ষার পরিচয়।

কওমি মাদ্রাসা কি ও কেন…?কওমি মাদ্রাসা সঠিক সম্ভাবনা ও প্রদীপ্ত আশার আলো, পৃথিবীর বুকে যুগ পরম্পরায় যে সকল শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেগুলোর মাঝে অন্যতম এব ...