Hifz Bivag

আল জামিয়াতুল আরাবিয়া কাসেমুল উলুম কাজিরহাট মাদ্রাসা ও এতিমখান মাদ্রাসা পরিচিতি

চট্টগ্রাম জেলার মীরসরাই থানার শ্রদ্ধেয় আলেমে দ্বীন ওলিয়ে কামেল হযরত মাওলানা জালাল উদ্দিন আহমদ রাহমাতুল্লাহি আলাইহি এর পূর্ণ এখলাছে প্রতিষ্টিত আল জামিয়াতুল আরাবিয়া কাসেমুল উলুম কাজির হাট মাদ্রাসা ও এতিমখানা। দেশের প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা বিশ্বাসে অটল থেকে দ্বীনি শিক্ষা বিস্তার, দ্বীনের হিফাযত ও প্রচার প্রসার, শিরক-বিদআত জঙ্গী ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মূলোৎপাটন এবং আদর্শ নাগরিক তৈরীর প্রত্যয় নিয়ে ১৯৫১ ইং সালে গড়ে ওঠা এ জামিয়া নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে বর্তমানে ৭১ বছর অতিক্রম করে চলছে। প্রতিষ্ঠা লগ্ন থেকেই জামিয়া তার মহান লক্ষ্য অর্জনে সুখ্যাতি ও কৃতিত্বের স্বাক্ষর রেখে চলছে দেশ-বিদেশে।
জামিয়া উত্তরোত্তর উন্নতি অগ্রগতি ও সুনাম অর্জন বিজ্ঞ শিক্ষকমণ্ডলীর অক্লান্ত পরিশ্রম এবং দেশ-বিদেশের দ্বীনদার দানশীল ভাই-বোনদের সার্বিক সহযোগিতা বিশেষভাবে স্মরণীয়। সর্বোপরি মহান রব্বুল আলামীনের ফজল ও করমই জামিয়ার চলার পথের প্রধান পাথেয়।
বর্তমান প্রতিষ্ঠানকে আরও উন্নতির দিকে অগ্রসর করতঃ মুমিন মুসলিম সমাজকে তাগুতি শক্তির বিষাক্ত ছোবল থেকে রক্ষা করার চিন্তা ধারা এবং বিশাল পরিকল্পনা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। প্রতিটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে শিক্ষার সুষ্ঠু ব্যবস্থা করা। আমরা শিক্ষার সুষ্ঠু ব্যবস্থা মান উন্নয়নের পদক্ষেপ গ্রহণ করেছি। ইনশাআল্লাহ….
গরীব এতিম মেধাবী ছাত্রদের জন্য থাকা খাওয়া ও প্রয়োজনীয় আসবাব পত্রের এখানে সুব্যবস্থা রয়েছে। প্রকাশ থাকে যে, অত্র মাদ্রাসার স্থায়ী কোনো আয়ের উৎস নেই। মহান আল্লাহ তায়ালার উপর পূর্ণ আস্থা বিশ্বাস ও তাওয়াক্কুল আলাল্লাহ অতঃপর ধর্মপ্রাণ মুসলিম ভাই-বোনদের সাহায্য-সহযোগিতা তথা এককালীন চাঁদা মৌসুমি ধান্য চাদা, ছদকা, যাকাত, ফিতরা, কোরবানির চামড়া, নজর কাফফারা প্রভৃতি দ্বারা অত্র মাদ্রাসা পরিচালিত হয়।
অতএব ধর্মপ্রাণ সকল ভাই-বোনদের খেদমতে উক্ত মাদ্রাসার বহুমুখী কার্যক্রম বাস্তবায়নে এগিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *